এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

বরিশালে করোনা উপসর্গে ডা. ইমদাদ উল্লাহ খানসহ ৪ জনের মৃত্যু

মাত্র ১১ ঘন্টার ব্যবধানে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক চিকিৎসকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হাসেন জানান, শুক্রবার বিকেল সন্ধার আগে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীণ অবস্থায় ডা. ইমদাদ উল্লাহ খান মৃত্যুবরন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বৃহস্পতিবার বিকেলে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তাকে আইসিসিইউতে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। তার নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ডা. ইমদাদ বরিশাল জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এনিয়ে বরিশালে করোনা সংক্রমনে দুজন চিকিৎসকের মৃত্যু হল।

এদিকে শুক্রবার দুপুর আড়াইটার পরে করোনা ওয়ার্ডে মারা যান ৩৬ বছর বয়সী শামীমা বেগম। তিনি বরিশালের বাবুগঞ্জের রায়পাশা এলাকার মো. আলাউদ্দিনের স্ত্রী। তাকে ১৮ জুন আইসিসিইউতে ভর্তি করা হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। দুপুর ২টা ৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান করোনায় আক্রান্ত ৫৫ বছর বয়সী বানরীপাড়ার আব্দুল বারেক নামের অপর এক ব্যক্তি। তাকে আশংকাজনক অবস্থায় গত ১৪ জুন আইসিসিইউতে ভর্তি করা হয়েছিল।

শুক্রবার সকাল ৭টায় করোনা ওয়ার্ডে মারা যান ৬৬ বছর বয়সী বাকেরগঞ্জের এনামুল হক। তাকে গত ১৭ জুন ভর্তি করা হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official