স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
ঈদের ছুটি শেষ। ব্যস্ততম বরিশাল নগরীর ধীরে ধীরে হাল্কা হচ্ছে। লোকজনের গন্তব্য বাসস্ট্যান্ড আর লঞ্চটার্মিনালের দিকে।
সবারই গন্তব্য মোটামুটি ঢাকার দিকেই। আর বরিশাল নগরীতে বসবাসকারী মানুষ অফিস শেষে ঘরে ফিরে গেছে। যে যার পরিবার নিয়ে ব্যস্ত।
কিন্তু ছুটি নেই বরিশাল নগরীর একজন মানুষের। তিনি হলেন বরিশাল নগরীর নগর পিতা, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
ছুটি নেই তার। তিনি ব্যস্ত তার নগরী থেকে যেন নিরাপদে জনসাধারণ তাদের গন্তব্যে যেতে পারে। সে জন্য তিনি পুলিশ প্রশাসনের সাথে পরিশ্রম করে যাচ্ছেন।
গতকাল বরিশাল নগরীর লঞ্চ টার্মিনাল পরিদর্শন এবং ঢাকাগামী লঞ্চ যাত্রীদের বিদায় দিতে যান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর জনাব ফারুক লিটু।
এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ লঞ্চ চলাচলের খোজ খবর নেন এবং ঢাকাগামী যাত্রীদের সাথে কথা বলেন।