বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিচারহীনতার কারণে বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে। যা মেনে নেয়া যায় না। দেশে দারুণ দু:সময় অতিক্রম করছে। মানুষ বিচার পায় না। দিনে দুপুরে মানুষ হত্যা করে, বিচার হয় না। আজ বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ লেবার পার্টির মানববন্ধনে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, ফালতু মামলার জামিন না দিয়ে জোড় করে কারাগারে আটকে রেখেছেন খালেদা জিয়াকে।
৩০ ডিসেম্বর নির্বাচন ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যায়। ভোট চুরির বিজয়ী উল্লাস করে আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণ স্বৈরশাসন দীর্ঘদিন মানে নাই। খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াই এক সঙ্গে চলবে। এসময় তিনি বলেন, বাজেট করের বোঝা মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এ বাজেট প্রত্যাহারের দাবী জানাই। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, লেবারপার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।