বৃহস্পতিবার , ৬ জুন ২০১৯ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
banglarmukh official
জুন ৬, ২০১৯ ৯:২০ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুল ইসলাম বাবুল নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।জানাগেছেে বাবুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে।
 এ ঘটনা ঘটে বুধবার দিবাগত রাত ২টায় ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বঙ্গবন্ধু বাজারের পাশে।
মঙ্গলবার রাতে বাবুলকে মদ ও ফেনসিডিলসহ আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদ উজ জামান বলেন, ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে গত মঙ্গলবার ১০৫ বোতল ফেনসিডিল, এক বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুল আটক হয়। তার স্বীকারোক্তি মতে বুধবার রাতে বিজিবি অভিযান চালাতে গেলে ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতের কাছে পৌঁছালে ওৎ পেতে থাকা মাদক কারবারি দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর আক্রমণ করে।

বিজিবি আরও জানায়, আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান মনিরুল ইসলাম বাবুল। অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় অস্ত্র, দা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়।

এ কথা নিশ্চিত করেন ঠাকুুুুরগাঁও, পীরগঞ্জ থানার ও,সি।

সর্বশেষ - জাতীয়