ভোলা শহরের উকিলপাড়ায় হোন্ডার গ্যারেজ ও ভাঙাড়ি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে ভোলা পৌর শহরের উকিলপাড়া মসজিদের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার সকাল নয়টা থেকে এই এলাকার বিদ্যুৎ বন্ধ ছিল। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে একটি হোন্ডার গ্যারেজ ও ভাঙাড়ির দোকান পুড়ে গেছে।
এসআই রাসেল আহমেদ বলেন, তারা আগুন লাগার খবর পেয়ে ডিবি পুলিশসহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন। তিনি বলেন, স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করায় আগুন বেশি ছড়াতে পারেনি। তাই আশপাশের বিল্ডিংগুলো রক্ষা পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, সিফাত ট্রেডার্সের মালিক সেলিম মিয়া এবং মেঘনা অটো গ্যারেজের মালিক জাহাঙ্গীর মিয়া। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।