এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আন্তর্জাতিক নারী ও শিশু

শিশু ধর্ষণের ক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশ

ভারতের মধ্যপ্রদেশে সাত বছর বয়সী এক কন্য শিশুকে ধর্ষণ ও পরে ছুরিকাঘাতের ঘটনায় ক্ষোভে উত্তাল দেশটির রাজ্য। শিশুটি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছে। মঙ্গলবার তাকে স্কুলের বাইরে থেকে অপহরণ করে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। রাজ্যের মধ্যাঞ্চলে এ ঘটনায় নির্যাতিত শিশুটির জন্য ন্যায়বিচার চেয়ে রাস্তায় রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। ধর্ষকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

এ ব্যাপারে বিবিসি অনলাইনে বলা হয়েছে, ধর্ষণের দায়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাংবাদিকদের বলেছেন, যেসব পশু এমন হায়েনার মতো অপরাধ সংঘটিত হয়েছে পৃথিবীর জন্য তারা বোঝা। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। গ্রেফতারকৃত দুই অভিযুক্তর পক্ষে আদালতে আইনি লড়াইয়ে প্রতিনিধিত্ব করতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্যের আইনজীবীদের ইউনিয়ন।

বুধবার শিশুটিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে চিকিৎসকরা বলছেন, সে এখন বিপদমুক্ত। তবে তার যে ক্ষত হয়েছে তা সেরে উঠতে সময় লাগবে।

এদিকে পুলিশ বলেছে, তারা স্কুলের কাছ থেকে ধারণ করা সিসিটিভির ফুটেজ ব্যবহার করে ওই দুই জনকে গ্রেফতার করেছে। ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, তারা প্রথমে ওই শিশু কন্যাকে মিষ্টি খেতে বলছে। এরপর তাদের সঙ্গে করে শিশুকে নিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official