আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রতি রক্ষা করে।
নবম সংসদ নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলো, ডিজিটাল বাংলাদেশ গড়ার। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। দশম ও একাদশে ঘোষণা ছিল ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ। বাংলাদেশের ইতিহাসে সেরা বাজেট ঘোষণার মধ্যে দিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার এক ধাপ এগিয়ে গেছে। এবার বাস্তবায়নযোগ্য ও যুগোপযুগি বাজেট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ দুপুরে শরীয়তপুরের নড়িয়া নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দেশবাসীকে সেরা উপহার দিয়েছেন। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন। সে কারণে প্রতিটি সেক্টরে বরাদ্দ দিয়েছেন। শিক্ষায় এবার সবোর্চ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন স্কুল এমপিও ভুক্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে। গবাদি পশু ও ঝুঁকি মোকাবিলায় শস্যবীমা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এবারই প্রথম দেশের তরুণ সমাজের জন্য আলাদা করে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের ঘোষণা অনুযায়ী গ্রামকে শহরে পরিণত করার যে উদ্যোগর কথা বলা হয়েছে এবারের বাজেটে নতুন দিক।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকতারা উপস্থিত ছিলেন।