26 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজণীতি

আগামীতে সব নির্বাচনে অংশ নেবে বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। দলীয় সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। আগামী দিনে সবপর্যায়ের নির্বাচনেই অংশ নেবে দেশের ব্যাপক জনসমর্থনপুষ্ট এই দলটি।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেছেন, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। বিএনপির নেতাকর্মীদের অবরুদ্ধ রেখে রাতের আঁধারে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। চরম অনিয়মের ওই নির্বাচনের পর সারা দেশের জনগণের মতো ক্ষুব্ধ বিএনপিও আর কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন তারা সব নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচকভাবেই ভাবছে। মাঠ পুরোপুরি ছেড়ে না দিয়ে গণতন্ত্রের ন্যূনতম স্পেস কাজে লাগানো, নির্বাচন ঘিরে সরকারি দলের ‘দখলদারি’ আচরণের ধারাবাহিকতা উন্মোচন ও নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় ফোরামে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে আমরা সিটি নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক চিন্তা করছি।

আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে সম্প্রতি শেষ হওয়া ৩ শতাধিক উপজেলা নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। কেন্দ্রের এই সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নিয়েছিল, তাদেরও বহিষ্কার করা হয়। কিন্তু অবস্থান পরিবর্তন করে দলীয় সিদ্ধান্তে জাতীয় নির্বাচনে বিজয়ীরা এমপি হিসেবে শপথ নেয়ার পর, বিএনপি সবকিছুই নতুন করে ভাবছে। বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলটি অংশ নিয়ে জিতেছে। এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। জানা গেছে, ওই নির্বাচনে বিএনপি অংশ নেবে।

বিএনপির সিনিয়র এক নেতা জানান, নেকাকর্মীদের উজ্জীবিত ও ঐক্যবদ্ধ রাখতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। সর্বশেষ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তও সঠিক ছিল না। কারণ গণহারে বহিষ্কারের পরেও অনেক তৃণমূল নেতাকে নির্বাচন থেকে সরিয়ে আনা যায়নি। যেহেতু সংগঠনকে শক্তিশালী করে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনে যেতে হবে, সেহেতু নির্বাচন বর্জন করে সংগঠনকে দুর্বল করার সিদ্ধান্ত আর বিএনপি নিতে চায় না।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official