আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে তালেবান হামলায় কমপক্ষে ২৫ সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। জেলা প্রধান ফজলেলুদ্দিন মুরাদি সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার স্থানীয় নাহরীন এলাকায় সরকার সমর্থিত বাহিনীর সদস্যদের ওপর বিদ্রোহীরা আক্রমণ চালায়। যা প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে। এতে আটজনের মতো আহত হন।
পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
দীর্ঘদিন ধরে নানা অস্থিতিশীলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে আফগানিস্তানকে। এখনও দেশটির কোনো কোনো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।