31 C
Dhaka
মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

আরেকটি রেকর্ডের সামনে সাকিব!

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৬৪ রান করার পাশাপাশি বল হাতে ৪৭ রানের খরচায় ২টি উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে এবার আরও একটি রেকর্ডের হাতছানি এখন সাকিব আল হাসানের সামনে।

তবে কি সেই মাইলফলক? ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২২বার পঞ্চাশ বা তার বেশি রান করার পাশাপাশি সর্বনিম্ন দুটি উইকেট শিকার করেছেন সাকিব। আর এই রেকর্ডে এখন সাকিবের সামনে আছেন কেবল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। ২৩ বার এই রেকর্ড গড়ে তালিকার শীর্ষে রয়েছেন জ্যাক ক্যালিস। তাকে ছাড়িয়ে যেতে আর মাত্র দুই ম্যাচে এমন কীর্তি গড়তে হবে সাকিবকে।

শুধু তাই নয়, এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ১৯৯তম ম্যাচে দ্রুততম অলরাউন্ডার হিসেবে ব্যাট হাতে ৫ হাজার রানের পাশাপাশি ২৫০ উইকেট শিকার করে জ্যাক ক্যালিসকে পিছনে ফেলেন সাকিব আল হাসান।

এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ স্পিনারের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৬১ উইকেট শিকার করেন মুত্তিয়া মুরালিধরন। আর কিউইদের বিপক্ষে ৬৫ উইকেট শিকার করে ৪র্থ অবস্থানে আছেন সাকিব।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official