পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার ফলেই দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি নদী ভাঙ্গন রোধ এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো কে পূর্নবাসন ও আর্থিক সহায়তা করে আসছে। তিনি আরো বলেন,দেশে প্রত্যেক নদী ভাঙ্গণের রূপ এক এক রকমের ।
পর্যায়ক্রমে এসব নদীর ভাঙন রোধ,নদীর তীর সংরক্ষন,বাধ রক্ষা নির্মাণ সহ নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষার বিভিন্ন প্রকল্পের উন্নয়ন মূলক কাজ করছে সরকার। তিনি আজ রোববার (১৬ জুন) সকালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদী ভাঙ্গন থেকে শ্রীপুর বাজার রক্ষা প্রকল্পের ড্রেজিং মেশিন দ্বারা নদী খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন,স্থানীয় সংসদ সদস্য ও সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ,পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ জুলফিককার আলী,প্রধান প্রকৌশলী (ড্রেজার) মোঃ আব্দুল ওয়াহাব,তত্ত্বাবোধক প্রকৌশলী মোঃ শফি উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী আবু সাঈদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা,মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারের ১৫ কোটি টাকা ব্যয়ে শ্রীপুর বাজার রক্ষা প্রকল্পের আওতায় তেতুলিয়া নদীর ১ কিলোমিটার লম্বা ও ২০০ মিটার পাশে খনন কাজটি পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে।