প্রকৃতির পালা বদলে চলছে বর্ষাকাল। আষাঢ়ের তৃতীয় দিনে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি পড়ছে। এতে থমকে গেছে পুরো বরিশালের নগরজীবন। ঘর থেকে বাইরে বের হওয়া হয়ে পড়েছে কষ্টকর। ছাতা নিয়ে কেউ কেউ বের হচ্ছে জরুরি কাজে। তবে ভ্যাপসা গরমে এই বৃষ্টি স্বস্তি দিয়েছে নগরবাসীকে।
বরিশাল নগরীর সদর রোড, কাকলির মোড়, পোর্ট রোড বাজার, বাংলা বাজার মোড়সহ নগরের বেশ কিছু নিম্নাচঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষার আগ দিয়ে ড্রেন ও রাস্তা খোঁড়ায় কাদায়-পানিতে সয়লাব সেই এবড়োথেবড়ো পথে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছে নগরবাসী।
এদিকে, বৃষ্টিতে নগরজীবনে সামান্য ছন্দপতন ঘটলেও আমনচাষিদের মুখে হাসি ফুটছে। আমন ধানের চাষ পুরোটাই নির্ভর করে বৃষ্টির ওপর। আষাঢ় থেকে বীজতলা প্রস্তুতের কাজ শুরু করেন চাষিরা। বৃষ্টিতে গাছপালা, লতাগুল্ম মেতে উঠেছে বুনো উচ্ছ্বাসে।
বর্ষা মৌসুম ছাড়া গাছের শাখায় শাখায়, মাঠের ঘাসে, ফসলের মাঠে এত নিবিড় সতেজ সবুজের সমারোহ চোখে পড়ে না আর কখনো।
বরিশাল আওহাওয়া অফিসের আবহাওয়াবিদ বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। যে কারণে বরিশালে ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে। যা আরও দুই তিনদিন থাকবে।
