স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
রমজানের মাসের একবারে শেষ প্রান্ত এখন। পোশাক বিক্রেতাদের চলছে ব্যাপক আকারে বেচা কেনা। ক্রেতারা অভাব নেই সারা বরিশালে।
বরিশাল নগরীর বাহিরে থেকেও প্রতিদিন অসংখ্য মানুষ আসছে ঈদের কেনাকাটা করতে। সবাই ঈদের খুশিতে বিভোর। প্রতিদিন অসংখ্য মানুষ বরিশালের মার্কেট গুলিতে কেনাকাটা করতে আসার কারনে রাস্তাঘাট সহ মার্কেটে প্রচুর ভীড়।
এত মানুষের এর আনাগোনার কারনে ২/১ সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আসন্ন ঈদে কোন ধরনের সমস্যা যেন না হয় এবং নগরীর সার্বিক পরিস্থিতি যেন সাবাভিক থাকে তার জন্য সয়ং বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গতকাল ০২ জুন, রবিবার রাতে বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদর রোড এবং গীর্জা মহল্লা, চকবাজার সহ নগরীর অন্যান্য স্থান গুলি পরিদর্শন করেন।
তিনি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন, নগরীর অবস্থা সম্পর্কে জানতে চান।
এসময় তিনি মার্কেট এ আসা বিভিন্ন লোকজনের সাথে কথা বলেন। তাদের কোন সমস্যা আছে কিনা জানতে চান।