স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশাল নগরী আগের মত আবার কর্মব্যস্ত হয়ে পরেছে। গতকাল ১৩ জুন বৃহস্পতিবার বরিশালে ই.পি.আই (সম্প্রসারিত টিকা দান কর্মসূচী) কর্মপদ্ধতি অবহিতকরন ও মাসিক সম্ন্বয় সভায় অনুস্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় তিনি টিকাদান কর্মসূচির উপর বক্তব্য রাখেন।