হুজাইফা রহমানঃ
ওরাও’তো মানুষ এর পক্ষ থেকে পথ শিশুদের ঈদ বস্ত্র বিতরণ করা হয়। রোজ মঙ্গলবার দক্ষিণ রুপাতলী সরকারি স্কুলে এই বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। “ঈদ আনন্দ সবার জন্য” এই শ্লোগানকে সামনে নিয়ে প্রায় শতাধিক পথ শিশুদের ঈদ বস্ত্র বিতরণ করে। বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলো এই সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।
এদের মধ্যে উল্লেখযোগ্য, শামীম হোসেন শান্ত, তামিমা মাহামুদ মিম, এহাসানুল হক সাকিব, আরিফুল ইসলাম, মোঃ হাসান হোসেন প্রমুখ। উল্লেখ্যঃ স্কুলের সহপার্ঠীদের নিয়ে ওরাও’তো মানুষ নামে একটি ফেসবুক পেইজ তৈরি করে শামীম হোসেন শান্ত। তার গঠিত সেই পেইজটি বর্তমানে সাংগঠনিক রূপ লাভ করেছে। এই সংগঠন ৪ বছর ধরে পথ শিশুদের জন্য বস্ত্র বিতরণ করে আসছে।
