16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

কলাপাড়ায় আস্থা প্রকল্পের উদ্যোগে উদযাপিত হলো যুবসমাবেশ

নেদারল্যান্ডস এম্বাসির অর্থায়নে, ইউএনএফপিএ ও আইন ও সালিশ কেন্দ্রের কারিগরী সহযোগিতায় সুশীলন মাঠ পর্যায়ে আস্থা প্রকল্প বাস্তবায়ন করছে। এর মূল লক্ষ্য হলো নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং দ্রুত সেবা ও সাড়া প্রদানে মাল্টি-সেক্টোরাল রেসপন্স সেবা সমূহের যথাযথ ব্যবহারবৃদ্ধি এবং সারাদেশে তার প্রভাব ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সরকার ও সুশীল সমাজ সংগঠনের প্রচেষ্টাকে আরো বেশী কার্যকরী হতে সহায়তা করা।

এ ধারাবাহিকতায় ১৯ জুন বুধবার সকাল ১০ টায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উদযাপিত হয়েছে যুব সমাবেশ। যুব সমাবেশের উদ্দেশ্য হচ্ছে নারী ও শিশুর প্রতি সহিংসতা ঘটনাকে উদ্বুদ্ধকারী/ প্রণোদনা প্রদানকারী ক্ষতিকর সামাজিক প্রথা ও আচরণ পরিবর্তনে তরুণদের উৎসাহিত করা এবং নারী ও শিশুর অধিকার ও নায্যতা প্রতিষ্ঠায় তরুণদের ভুমিকা আলোচনার মাধ্যমে তাদের করণীয় চিহ্নিত করা। এই সমাবেশের মাধ্যমে উপস্থিত সকল অংশ গ্রহনকারী তরুণগণ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার জন্য দায়ী সকল প্রকার ক্ষতিকর সামাজিক প্রথা ও রীতিনীতি সম্পর্কে সচেতন হবেন এবং নিজেরা এ ধরনের ঘটনা ঘটাবেনা।

পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে, পরিবার ও সমাজে এ ধরনের কোনো অনাকাংখিত ঘটনা ঘটলে সংঘবদ্ধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে। খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুররহিম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ও বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: সাহিনা পারভীন সীমা।

৬০ জন তরুণদের অংশ গ্রহনের মাধ্যমে সকালে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই সমাবেশ শুরু হয়। আস্থা ডকুমেন্টরী এবং জিবিভি ভিত্তিক ভিডিও প্রদর্শনী, আস্থা থিম সংগীত এর সাথে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারাভিযান এর লক্ষ্যে স্বাক্ষর সংগ্রহ, তরুণদের অংশগ্রহনে উপস্থিত বক্তৃতা, জিবিভি বিষয়ক রোল প্লে করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন এবং ্্্্্্উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official