পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক তারেক বয়াতীর বাসস্ট্যান্ডের কার্যালয়সহ ৪ স্হানে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে।
তারেক বয়াতীর কার্যালয় ভাংচুরের আধা ঘন্টা পরেই হেলিপ্যাড মাঠের পশ্চিম পাশে বালু ব্যবসায়ী দেলোয়ারের অফিস ঘরে হামলা-ভাংচুর করা হয়। একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে।
একইদিন সকালে ধুলাসার ইউনিয়নের চাপলী বাজার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দফতরি আব্দুল খালেককে তার সার ও কীটনাশকের দোকান থেকে নামিয়ে তাকে মারধর করা হয়েছে।
একই বাজারের সংখ্যালঘু সেলুন ব্যবসায়ী কিশোর চন্দ্র শীলকে দোকান থেকে নামিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়েছে। সেখানকার রবিউল ভুইয়ার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে আহতদের অভিযোগ।
প্রকাশ্যে দিনে-দুপুরে এভাবে সশস্ত্র হামলার ঘটনায় সরকারি দলের ভাবমুর্তি ভেস্তে যাচ্ছে বলে মনে করেন রাজনীতিবিদরা। আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ।
কলাপাড়া ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।