নগরীর গড়িয়ারপাড় এলাকায় কাউন্সিলর কালাম মোল্লার অবৈধভাবে নির্মিত কার্যালয় ভেঙ্গে দিয়েছে সিটি কর্পোরেশন। আজ শনিবার সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল কর্মকর্তা এই অভিযান চালিয়।
উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) দুই সড়ক পরিদর্শককে পিটিয়ে ফের আলোচনায় আসলেন বিকর্কিত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর কালাম মোল্লা।
নগরীর গড়িয়ারপাড় এলাকায় কাউন্সিলর নিজেই একটি বিতর্কিত জমিতে স্থাপনা নির্মাণের উদ্যোগের খবরে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার দুই কর্মকর্তা মাসুদ রানা ও রেজাউল কবির ঘটনাস্থলে উপস্থিত তাদের মারধর করে নিবৃত করার চেষ্টা করেন কাউন্সিলর কালাম মোল্লা ।
পরে ওই দুই কর্মকর্তা ঘটনাস্থল থেকে কোন ক্রমে সরে এসে আত্মরক্ষা করেন। শুক্রবার সন্ধ্যার এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সিটি কর্পোরেশনের অপরাপর শীর্ষ কর্মকর্তা ক্ষুব্ধ হন। রাতে এ সংক্রান্তে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোলিপটন বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।
সিটি কর্পোরেশনের পক্ষে মামলাটির বাদী মাসুদ রানা জানান- নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গায় কালাম মোল্লা বাণিজ্যিক একটি ভবন নির্মাণকাজ শুরু করেন।
তার দাবি ওই সম্পত্তি সিটি কর্পোরেশনের। এমনকি নির্মাণাধীণ ভবনটিও নকশা বর্হিভুত। সঙ্গত কারণে সিটি কর্পোরেশনের সচিব ইসরাইল তালুকদার বিষয়টি দেখতে উভয় কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান।
মাসুদ রানা ও রেজাউল কবির ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হওয়ার পর কাউন্সিলর কালাম মোল্লাকে ভবন নির্মাণে বিরত থাকার অনুরোধ রাখেন। পক্ষান্তরে কালাম মোল্লা ওই সম্পত্তি নিজের বলে দাবি করেন এবং নির্মাণশৈলী সিটি কর্পোরেশনের অস্বকৃতি জানান। এসময় তাকে সিটি কর্পোরেশনের সচিবের সাথে যোগাযোগের জন্য অনুরোধ রাখা হলে সড়ক পরিদর্শক শাখার উভয় কর্মকর্তার ওপর চড়াও হন তিনি এবং একপর্যায়ে বেধড়ক পেটানো শুরু করেন। বিষয়টি সিটি কর্পোরেশনের অপরাপর কর্মকর্তারা অবহিত হলে তোলপাড় শুরু হয়। ক্ষুব্ধ হয়ে ওঠে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা।
সূত্র জানায়- ঢাকায় অবস্থানরত মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহকে ঘটনার স্ববিস্তার অবহিত করার পর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। রাতে এ সংক্রান্তে বিমানবন্দর থানায় আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর কালাম মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। শনিবার দুপুর পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে।