:কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচারে শুরু হলো আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। ২৮শে মে ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা প্রখ্যাত শিল্পী সেবানন্দ পন্ডা প্রদীপ জ্বালিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পী দেবব্রত চক্রবর্তী, বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট এন্ড কালচারের তত্ত্বাবধায়ক শিখা রায়, শিল্পী অতনু পাল ও সিনিয়র ফটোগ্রাফার সুমন দত্ত। এদিন প্রদর্শনীর উদ্বোধন করে শিল্পী সেবানন্দ পন্ডা বলেন, “বাংলা সাহিত্য ক্রমশ ভুলতে বসেছে বাঙালি। পুরনো বাংলা গানও হারিয়ে যাচ্ছে। তবে এখন চিত্র শিল্পের অবস্থা অনেকটাই ক্লাসিকাল গানের মত। কখনও দর্শকদের বিপুল জমায়েত ঘটে, কখন বা ভাটা পড়ে।”এই প্রদর্শনী চলবে আগামী ২ জুন পর্যন্ত। প্রদর্শনীতে শিল্পীদের আঁকা প্রায় ১২৫টি ছবি স্থান পেয়েছে। এ বিষয়ে প্রদর্শনীর দায়িত্বে থাকা কর্মকর্তা জয়ন্ত খান জানান, “এই প্রদর্শনী ১৫ বছরে পা রাখল। দেশ ও বিদেশের প্রখ্যাত শিল্পীদের আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।” বাংলাদেশ থেকে আগত শিল্পী নারগিস সোমা জাফর জানান, “বাংলাদেশ ও ভারতবর্ষের সীমান্তে কাঁটা তার থাকলেও, ওপার ও এপার বাংলার অনুভূতি একই। আর সেই কারণেই দুই দেশের মানুষের মন একই সুরে বাঁধা।”কলকাতার এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে কাকদ্বীপেরও বহু প্রখ্যাত শিল্পীর ছবি। এদিন বাংলার প্রখ্যাত শিল্পী তাপস নিয়োগী জানান, “তাঁর ছবির মধ্যে তিনি ফুটিয়ে তোলেন, মানুষের জীবনবোধ ও জীবন সংগ্রামের কথা। তাঁর সেই ছবিগুলিইও স্থান পেয়েছে ১৫তম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে।