27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজণীতি

কীর্তনখোলায় ঝড়ের কবলে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে বহনকারী স্পিডবোর্ট

বরিশালের কীর্তনখোলা নদীতে ঝড়ের কবলে পড়ল পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে বহনকারী স্পিডবোর্ট। রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্পিডবোর্টযোগে তিনি নদী ভাঙন পরিদর্শনকালে আকস্মিক ঝড় শুরু হয়। এসময় প্রতিমন্ত্রীর বহরে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের একটি স্পিডবোর্টও ঝড়ের কবলে পড়ে।

প্রতিকূল পরিস্থিতিতে দুটি স্পিডবোর্ট নদীতীরে আধা ঘণ্টা থামিয়ে রাখা হলেও প্রতিমন্ত্রীসহ সঙ্গীরা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান। পরবর্তীতে প্রতিমন্ত্রী বৃষ্টিতে ভিজে ভিজে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন- রোববার বেলা ১১টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম একটি স্পিডবোর্টে ৫ সঙ্গীকে নিয়ে পরিদর্শনে নামেন। এসময় প্রতিমন্ত্রীর বহরে পানি উন্নয়ন বোর্ডের একটি স্পিডবোর্টে কর্মকর্তাসহ আরও ৫জন ছিলেন। তাদের বহনকারী স্পিডবোর্ট দুটি বরিশাল সদর উপজেলার বেলাতলা নামক এলাকায় পৌঁছানো মাত্র ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড ডেউয়ের কারণে স্পিডবোর্ট দুটি নদীতীরে নিরাপদ স্থানে থামিয়ে রাখা হয়।

পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে ঝড়বৃষ্টি উপেক্ষা করে কীর্তনখোলা পাড়ি দিয়ে চরকাউয়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেয়। মূলত এই সময়েই প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে প্রতিমন্ত্রীকে বহনকারী স্পিডবোর্ট উল্টে যাওয়ার উপক্রম দেখা দেয়। তখন চালক দক্ষতার সাথে স্পিডবোর্টটি নদীতীরে নিয়ে গেলে বিপদ থেকে রক্ষা পান প্রতিমন্ত্রীসহ সঙ্গীরা।

প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম পিন্টু জানিয়েছেন- প্রতিমন্ত্রীকে বহনকারী স্পিডবোর্ট ঝড়ের কবলে পড়লেও কারও কোন ক্ষতি হয়নি।

তাকে বহনকারী স্পিডবোর্টটি বেলা ১টার দিকে ঘাটে নিয়ে আসলে তিনি সেখান থেকে গাড়িযোগে পান্নি উন্নয়ন বোর্ডের বাংলোতে যান।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official