বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে খুন হন রিফাত নামের এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খুনের ভিডিও অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্বামীকে বাঁচাতে প্রাণপনে লড়ে যাচ্ছেন স্ত্রী। কিন্তু আজ (বৃহস্পতিবার) ফেসবুকে আরেকটি স্থিরচিত্র ভাইরাল হয়। যেখানে দেখা যায়, রিফাতের খুনী নয়ন বন্ডের সঙ্গে রিফাতের স্ত্রী দাঁড়ালো। তার হাতে ফুল, সামনে দাঁড়িয়ে থাকা অন্য আরেকজন যুবক রিফাতের স্ত্রীকে মিস্টি খাইয়ে দিচ্ছে।
দিবালকে উপস্থিত জনতার সামনে শাহ নেয়াজ রিফাত শরীফ (২৫) কে কুপিয়ে হত্যা করার ঘটনায় চন্দন নামের এক যুবককে গত ২৬ জুন (বুধবার) মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন। তিনি জানান, এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া আসামীরা যতই শক্তিশালী হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য যে, বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় প্রকাশ্যে দিবালকে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গনে স্ত্রীর সামনে ৪-৫ জন সন্ত্রাসী শাহ নেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। এ সময় স্ত্রী আয়শা সিদ্দীকা সাবামীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। নিহত রিফাত শরীফ বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা গ্রামে বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল দুলাল শরীফ। তাছাড়া বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন রিফাত।