এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
খুলনা দূর্ঘটনা প্রচ্ছদ

খুলনায় বাস খাদে পড়ে নিহত ৫, আহত ২০

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন কয়রার কালনা এলাকার শাহিনুর গাজি (৪০), শরিফুল ইসলাম (৩৫), মোস্তফা গাজি (৩৫)সহ অজ্ঞাত পরিচয়ের আরও দু’জন।

ডুমুরিয়া উপজেলার বরাতিয়া নামক স্থানে একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালাচ্ছেন।

বাসের যাত্রীরা জানায়, বৃহস্পতিবার সকালে কয়রা থেকে রওনা দিয়ে মৌমিতা পরিবহনের বাসটি (সাতক্ষীরা জ ০৪-০০৮৮) খুলনায় আসছিল। এই সড়কটি খানা-খন্দে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি সড়কে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official