চাকরি স্থায়ীকরণের দাবিতে সোমবার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কর্যালয় চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি মনিন্দ্র চন্দ্র হাওলাদার, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, আমতলী উপজেলা সভাপতি ছগির হোসেন, বেতাগী উপজেলা সভাপতি এনামুল হক, বামনা উপজেলা সভাপতি মোসাঃ তানিয়া আক্তার ও পাথরঘাটা উপজেলা সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।