ইসরাইলের পুলিশ রোববার বলেছে, তারা ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ওই কর্মকর্তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড বলেন,জেরুজালেমে কর্মকাণ্ডের জন্য’ ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্ত্রীর ঘনিষ্ঠ এক সূত্র জানায়, সাম্প্রতি আল-আকসা মসজিদ কমপ্লেক্সে চিলির প্রেসিডেন্টের পরিদর্শন করার জন্যই তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে।
মঙ্গলবার, হাদামি চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার সাথে পবিত্র স্থানটিতে সফর করেন। এতে ইসরাইল ক্ষুব্ধ হয়।
ইসরাইল এই ঘটনাকে চিলির প্রেসিডেন্টের এই সফরের আগে সান্টিয়াগোর সাথে তাদের যে চুক্তির ও সমঝোতা হয়েছে তার লংঘন বলে অভিহিত করে।