স্টাফ রিপোর্ট// শাওন অরন্য:
এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে সম্পন্ন হয়ে গেলো ‘জোনাকি: Fireflies from the Ground’ কর্তৃক আয়োজিত পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণের ইভেন্ট “পথের কোলেও ঈদ আসুক ঈদের হাসি ওরাও হাসুক।” শুরুটা গত রোজার ঈদ থেকে। শহরের পথশিশুদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত জোনাকি: Fireflies from the Ground কর্তৃক আয়োজিত ঈদের পোশাক বিতরণের ইভেন্টে প্রথমবার সফল হলেও এবার তেমন কোন চিন্তাভাবনা ছিলো না বললেই চলে৷ বিলাল হোসেনে ভাইয়ের সাহস ও প্রচেষ্টার কারনেই এবারের ইভেন্টও সফল ও সুন্দর হয়েছে এবং সেটা গতবারের তুলনায় কয়েক গুন বেশি। কথা গুলি বলছিলেন এই সংঘটনের সদস্য রুবাইয়া তুশমি। এবার তারা সর্বমোট ৬০ জন শিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করতে সক্ষম হয়েছে যে সংখ্যাটা গতবার ছিলো ৪০। সেই সাথে শিশুদের নাম তালিকাভুক্তকরণের দিন সেখানে উপস্থিত শারিরীক ও আর্থিকভাবে অক্ষম মোট ৬ জনের হাতে তারা ঈদ উপহার তুলে দিয়েছে৷ তাছাড়াও সবশেষে ফান্ডে রয়ে যাওয়া টাকা থেকে তারা পঞ্চগড়ের “Young First” নামক একটি স্থানীয় সংগঠনের ফান্ডে ২০০০ টাকা অনুদান দিয়েছে৷ এতকিছুর পর ‘জোনাকি’কে নিয়ে স্বপ্ন দেখা স্বাভাবিক এবং সেই স্বপ্নকে সার্থক করে তোলা এখন এই সংঘটনের সকল সদস্যদের দায়িত্বের মধ্যে বর্তায়। রুবাই তুশমি সবাইকে ধন্যবাদ জানান।তিনি বলেন, এর কোনকিছুই সম্ভব হতো না যদি আপনারা আমাদের সাথে না থাকতেন। আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। ভবিষ্যতেও আপনাদেরকে আমরা এভাবেই আমাদের সাথে, ‘জোনকি’র সাথে চাইবো। আনন্দ হোক সবার জন্য। সুখী হোক প্রতিটি জীবন। আগাম ঈদের শুভেচ্ছা সবাইকে।