ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই দলের দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। তবে কেন উইলিয়ামসন ও রস টেলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুর সেই চাপ ইতোমধ্যেই কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ২১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৯০ রান।
আজ (শনিবার) আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড প্রথম বলেই হারায় ওপেনার মার্টিন গাপটিলের উইকেট। পেসার শেলডন কটরেলের বলে লেগ বিফোরের ফাঁদে পা দেন তিনি। তার পথ অনুসরণ করেন দলের অন্য ওপেনার কলিন মুনরোও। তিনিও প্রথম বলে খালি হাতে ফেরেন সাজঘরে। ইনিংসের পঞ্চম বলে বোল্ড হন তিনি।
এদিকে ধারাবাহিকতার প্রতীক উইলিয়ামসন ও টেলর তাদের জুটি শুরু করেন বেশ দেখে-শুনে। আর কোনো উইকেট হারাতে দেয়া যাবে এই ছিল তাদের লক্ষ্য। আপাতত সফলই বলা চলে তাদের। কেননা এখন পর্যন্ত তারা দলীয় স্কোরবোর্ডে যোগ করেছেন ৮৩ রান। অবিচ্ছিন্ন এই জুটি কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়।