28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক রাজণীতি

তেল রফতানি চলবে, কেউ ঠেকাতে পারবে না: ইরান

আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল রফতানি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তেহরান। ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও অনানুষ্ঠানিক বা অপ্রচলিত উপায়ে তেল রফতানি চালিয়ে যাবে তার দেশ।

গত বছরের নভেম্বরে মার্কিন সরকার ইরানের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা দিলেও আটটি দেশকে ছয় মাসের জন্য ইরানের কাছ থেকে তেল কেনার অনুমতি দিয়েছিল। গত মাসের গোড়ার দিকে ওই আট দেশকে দেয়া সে অনুমতি প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন। মার্কিন প্রশাসন ঘোষণা করে, তারা ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনবে।

কিন্তু ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’কে দেয়া সাক্ষাৎকারে জাঙ্গানে বলেন, “আমরা অপ্রচলিত উপায়ে তেল বিক্রি চালিয়ে যাচ্ছি যা সম্পূর্ণ গোপনীয়। এটি প্রকাশ হয়ে পড়লে আমেরিকা সঙ্গে সঙ্গে সে পথ বন্ধ করে দেবে।

কি উপায়ে ইরান তেল রফতানি চালিয়ে যাচ্ছে তার সামান্যতম ইঙ্গিত না দিয়ে তেলমন্ত্রী বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো পরিসংখ্যান প্রকাশ করব না।

ইরান বর্তমানে প্রতিদিন কি পরিমাণ তেল রফতানি করছে এবং কতো বৈদেশিক মুদ্রা অর্জন করছে তা গোপনীয় তথ্য বলে তিনি উল্লেখ করেন।

ইরানের অভিজ্ঞ এ তেলমন্ত্রী শুরু থেকেই বলে এসেছেন, তার দেশের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার যে কথা আমেরিকা বলছে তা ‘দিবাস্বপ্ন’ ছাড়া আর কিছু নয়। তবে জাঙ্গানে একথাও বলেন, নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমেরিকা বর্তমানে ‘পাক্কা শয়তানে’ পরিণত হয়েছে। ইরান বর্তমানে ইতিহাসের কঠিনতম নিষেধাজ্ঞা মোকাবিলা করছে বলেও স্বীকার করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official