25 C
Dhaka
মে ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন

দিনাজপুরে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার লিচু কুড়াতে গিয়ে

অনলাইন ডেস্ক:

দিনাজপুর বীরগঞ্জে লিচু বাগানে লিচু কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী।

এ অভিযোগে শুক্রবার (৩১ মে) রাতেই দুই ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ।

আটক দুইজন হলেন- লিচু বাগানের পাহারাদার মোঃ খলিলুর রহমান খলিল (২৩) ও তার সহযোগী রনজিত দেবনাথ (৩০)।

ধর্ষক মোঃ খলিল উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের মৃত রফিক খাঁ এর ছেলে এবং রনজিত দেবনাথ দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের শুলশুলি গ্রামের কমল দেবনাথের ছেলে।

জানা যায, শুক্রবার দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামের বীরমুক্তি যোদ্ধা গোপাল মাষ্টারের লিচু বাগানে লিচু কুড়াতে যায় স্কুলছাত্রীটি।

এ সময় ছাত্রীকে একা পেয়ে জোরপুর্বক লিচু বাগানের ভিতরে নিয়ে ধর্ষণ করে দুই পাহারাদার মোঃ খলিল এবং রনজিত দেবনাথ। ছাত্রীটি বাগান থেকে কাঁদতে কাঁদতে বেড়িয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দেখে জিজ্ঞাসাবাদ করে।

এ সময় সে ঘটনা খুলে বললে এলাকাবাসী ছুটে গিয়ে দুই পাহারাদার কে আটক করে এবং পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই মোঃ আমজাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এসআই মোঃ আমজাদ আলী জানান, গ্রেফতারকৃত মোঃ খলিল এবং রনজিত দেবনাথ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ভিকটিমকে উদ্ধার করে দিনাজপুর এম . আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রনজিত দেবনাথের বাড়ী জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের শুলশুলি গ্রামে হলেও সে দীর্ঘ দিনধরে বীরগঞ্জ উপজেলা শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামে শ্বশুর সুরেশ রায়ের বাসায় থাকেন বলে তিনি জানিয়েছেন।

বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ভিকটিমের পরিবারকে পুলিশের পক্ষ থেকে সব রকমের সাহায্যে করা হবে।

এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যার্তন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official