27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

দুর্নীতির আতুর ঘর পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি?

পটুয়াখালীতে গ্রামীণ জনপদের ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ সংযোগেগ্রাহকদের কাছ থেকে দফায় দফায় উৎকোচ নেয়ার অভিযোগপাওয়া গেছে। পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা পরিচালক থেকে শুরুকরে জেলা-উপজেলা পর্যায়ের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিশাল একটি চক্র এউৎকোচ বাণিজ্যের সঙ্গে জড়িত। কয়েকদিনের অনুসন্ধানেএমন তথ্য বেড়িয়ে এসেছে। বিলাস দাস, পটুয়াখালী

সদর উপজেলার মধ্য মৌকরণএলাকার বাসিন্দা হাসিনা বেগম,ছকিনা বেগম, আবদুল বারেকমাঝিসহ একাধিক গ্রাহক অভিযোগকরে বলেন, সংশ্লিষ্ট মহিলা ইউপিসদস্য কহিনুর রেজভি বিদ্যুৎ সংযোগদেয়ার জন্য অফিসের খরচ বাবদ তাদের কাছ থেকে দুই দফায় গ্রাহকপ্রতি ৫-৬ হাজার টাকানিয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ঠিকাদারের লোকজন শ্রমিকের খাওয়া ও থাকা বাবদ প্রতিগ্রাহকের কাছ নগদ ২শ’ টাকা এবং দুই কেজি করে চাল উত্তোলন করেছে। কোনো গ্রাহক এ বিষয়েআপত্তি জানালে, বিদ্যুৎ সংযোগের তালিকা থেকে তাদের নাম কেটে দেয়ার ভয় দেখানো হয়। একইএলাকার জিহাদ মাঝি জানান, তাদের বাড়ির ৩০টি ঘর থেকে গ্রাহকপ্রতি অফিস খরচ বাবদ ৫ হাজারটাকা, শ্রমিক খরচ বাবদ দুই কেজি চাল এবং ২শ’ টাকা করে নিয়েছে ইউপি সদস্য কহিনুর রেজভি। এবিষয়ে ইউপি সদস্য কহিনুর রেজভির সঙ্গে মোবাইল ফোনে জানতে চেয়ে টাকার কথা উঠালেফোনের লাইট কেটে দিয়ে তিনি ফোনটি বন্ধ করে দেন।

এদিকে অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার বদরপুর খলিসাখালীর ৫নং ওয়ার্ডে সাবেক ইউপিসদস্য শাহ আলমসহ একটি চক্র বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে প্রতি ঘর থেকে পাঁচ থেকে ৭ হাজারটাকা নিয়েছে। অনুসন্ধানকালে যুগান্তর প্রতিনিধি তার পরিচয় গোপন করে সাবেক ইউপি সদস্য শাহআলমের সঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগের আলাপচারিতায় তিনি বলেন, একটি বাড়িতে নতুন লাইন নিতেহলে ইঞ্জিনিয়ার এনে ম্যাপ করা, অফিস খরচসহ নানা খরচ বাবদ ২০ হাজার টাকা লাগবে। কেন দিতেহবে এমন প্রশ্নে তিনি বলেন, অফিসের একাধিক টেবিলে খরচ আছে। যে টাকা দেবে তার বাড়িতেআগে খুঁটি পড়বে, যে না দেবে তার বাড়িতে খুঁটি পড়বে না।

অনুসন্ধানে আরও জানা গেছে, গলাচিপা উপজেলার নলুয়াবাগী ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের নামেপাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে ২ হাজার থেকে ৩ হাজার পর্যন্ত দফায় দফায় উঠানো হয়েছে।আর এ উৎকোচ উত্তলোনে জড়িত রয়েছে বাদুরা নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমহিউদ্দিন ও আবদুল জলিল ও তার সহযোগী ফয়সাল গং, নলুয়াবাগি দাখিল মাদ্রাসার সুপার আবুবকর ও শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, নলুবাগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুলমান্নান, প্রাক্তন শিক্ষক শাহজাহান মিয়া, বাদুরা ৭, ৮ ও ৯ মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা লোকমানওরফে ডাক্তার লোকমান ফিরোজ মাতবর, এবং গোলখালী ইউনিয়নের বলইবুনিয়ার মজিবুল হকবিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের কাছ ৩ থেকে ৪ হাজার টাকা উত্তোলন করেছেন। বাদুরা বাজারেরচালের মিল মালিক সিদ্দিক ফকির জানান, তার মিলে সংযোগ দেয়ার জন্য ৬০ হাজার টাকা দিতেহয়েছে। টাকা উত্তোলনকারী চক্রটির ইউপি সদস্য কহিনুর রেজভি, শাহজাহান মিয়ার সঙ্গেযোগযোগ করা হলে তারা জানান, সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকের নির্দেশে টাকা ওঠানোহয়েছে। দশমিনা উপজেলায় গ্রাহকের কাছে দফায় দফায় মিটারপ্রতি ৫ থেকে ৭ হাজার টাকাউঠিয়েছে সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ান আবু সাইদ। আনন্দ মেলা সিনেমা হল এলাকার নাসির উদ্দিনেরছেলে মো. জাহিদুল ইসলাম জানান, তার কাছ থেকে আবু সাইদকে দুটি মিটার বাবদ ১৬ হাজার টাকাদিতে হয়েছে। পটুয়াখালী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মনোজ কুমার বিশ্বাসজানান, প্রধানমন্ত্রী প্রতিশ্র“তি অনুযায়ী ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেপল্লী বিদ্যুৎ কাজ করে যাচ্ছে। সদস্য ফি মাত্র ৫০ এবং মিটার বাবদ ৪৫০ টাকা নির্ধারণ রয়েছে।এছাড়া সরকার গ্রাহকের কাছ থেকে কোনো অর্থ নিচ্ছে না। মাঠপর্যায়ে একটি চক্র মিথ্যা কথা বলেগ্রাহকদের কাছ থেকে টাকা ওঠাচ্ছে। এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। এ বিষয়ে তদন্তচলছে এবং চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official