ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বিশ্বকাপে প্রথমবারের স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে দেখা গেছে টাইগার ওপেনার তামিম ইকবালকে। তবে অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতে দুর্ভাগ্য রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেলেন তিনি।
সোমবার টনটনে বাংলাদেশের ইনিংসের ১৮ ওভারের তৃতীয় বলে সোজা বল মেরে ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েন তামিম। কিন্তু ক্রিজে ঢোকার আগেই ফিরতে বলে স্ট্যাম্প ভেঙে দেন বোলার কটরেল। ফলে হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়েও স্পর্শ করা হলোও তামিমের।