আওয়ামী লীগ নেতা ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ১৩ জুন, শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
তার একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক সৈকত গণমাধ্যেমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দপ্তরের একজন কর্মকর্তা জানান, অসুস্থবোধ করায় আজ রাতে প্রতিমন্ত্রীকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌনে ১২টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
