কিছুদিন আগে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণীর দাপটে লন্ড ভন্ড হয়ে গেছিল উড়িষ্যা। এবার আবার একটি ঘূর্ণিঝড় এর সর্তকবার্তা জারি করলো কেন্দ্র। এর নাম ‘বায়ু’।
অবহাওয়া দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে শক্তি সঞ্চয় করে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে চলেছে ‘বায়ু’। আগামী ১৩ জুন গুজরাটের পোরবন্দর এলাকায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়।
ওইদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্রে।