বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ড, শেরে-বাংলা সড়কের দাবাড়ি বাড়ী মসজিদের বীপরিত পাশে অবস্থিত ৪ তলা সুরম্য অট্টালিকা যার নাম ‘ রজনিগন্ধা’। নাম ফলকের লেখা অনুযায়ী বাড়ীর মালিক এ বি এম জাহাংগীর হোসাইন।
তবে শিক্ষক হলেও সকল আইন কানুনকে অবজ্ঞা করে নিজ বাড়ীর সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে সাধারন মানুষের চলাচলের জন্য নির্মিত ফুটপাত ছাড়াও সড়কের একটি অংশ দখল করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ।
শুধু দখলই করেননি,দখলিস্থানে বসিয়েছেন পিচ্ছিল টাইলস । ফলে প্রতিদিন ওই স্থান দিয়ে চলাচল করা মানুষ পড়ছেন দূরঘটনার কবলে| স্থানীয় প্রতিবেশীরা এই বিষয়ে বাড়ীর মালিককে বারবার অবহিত করলেও তারা কর্নপাত না করায় এলাকাবাসী বিষয়টি নিয়ে মেয়রের দ্বারস্থ হবার প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ব্যাবষায়ী কবির হোসেন বলেন,তাদের বিলাসিতা আমাদের মরন দশা ডেকে এনেছে| প্রায় প্রতিদিনই এখানকার পিচ্ছিল টাইলসে আছাড় খেয়ে শিশু, বয়স্ক থেকে মহিলারাও আহত হচ্ছে। অন্যদিকে সড়কের প্রায় ৪ ফুট দখল করায় গাড়ি চলাচলেও প্রতিবন্ধকতা সৃস্টি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন,ইতিপুর্বে কোরবানিতে গরু জবাইকে কেন্দ্র করে প্রতিবেশিদের সাথে বাক বিতন্ডা হলে ঈদের দিনে র্যাব ডেকে হয়রানি করায় এখন আর এ বিষয়ে এলাকার কেউ উচ্চবাচ্য করে না।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ২৪ নং ওয়ার্ডের দ্বায়িতপ্রাপ্ত বিসিসির সড়ক পরিদর্শক রাজিব হোসেন বলেন,আমি আগামিকালই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব|