স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বহি:বিশ্বের রাস্তাঘাটের দিকে তাকালে দেখা যায় বড় বড় ট্রাফিক সাইনবোর্ড। এই সাইনবোর্ড গুলি একদিকে যেমন গাড়ির ড্রাইভার থেকে শুরু করে পথচারীদের দিক নির্দেশনা প্রদান করে তেমনি নগরীর সৌন্দর্য বর্ধন করে।
ট্রাফিক সাইনবোর্ড দূর দুরন্ত থেকে আসা বাস কিংবা ট্রাক কিংবা সব ধরনের গাড়ির ড্রাইভারকে পথ চিনতে সহায়তা করে।
আর তাই বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে গতকাল ৩১মে (শুক্রবার), গভীর রাতে বরিশাল নগরীর জেলখানার মোড়ে বিসিসির সহায়তায় ট্রাফিক সাইনবোর্ড স্থাপন করা হয়।
স্থাপন শেষে বিসিসি কর্মীদের নিয়ে ট্রাফিক সাইনবোর্ড পরিদর্শন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।