স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশাল নগরীর ব্যস্ততম একজন মানুষ হলেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি হলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র। আর এই মেয়র হবার সুবাদে তাকে সব সময় নানা কাজে ব্যাস্ত থাকতে হয়।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রধান চেস্টাই হল বরিশাল নগরীর উন্নয়ন করা। আর এই উন্নয়নের জন্য নানা কার্যক্রম করার পিছনে সময় দিতে হয়, এ জন্য অনেক সময় নিজের পরিবারকে ঠিক মতন সময় দিতে পারেন না।
শত ব্যাস্ততার মধ্যেও গতকাল ০২ জুন রাতে নামাজ শেষে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার নান-নানীর করব জিয়ারত করেন। এ সময় তিনি তাদের জন্য দোয়া করেন।