এক যে ছিল রুপের কন্যা
তাহার কথা বলি,
বিলান্চলে তাহার বাড়ি।
হলুদ বরন,কৃষ্ম চুলে
রুপে তাহার অঙ্গ জলে।
ঝমকে রমকে, বিজলী চমকে
কুন্জে কুন্জে, ছন্দে ছন্দে,
পথ চলে মন আনন্দে।।
ঝিরিঝিরি বাতাশে,বকুলের গন্দে
ভ্রমরার আকুল, ব্যকুল কলতানে,
উরু উরু চুলে, ব্যকুল নয়নে,
ছুটে চলে সে ভ্রমরার গুন্জনে।।
তীব্র পিপাসায়, লম্ফ পদায়নে
সায়ন্হে ছন্দছাড়া পাখির নীড়ে,
খুজেফিরে ভলবাসার ঘরখানি।
মধুর ভুলে মধুপানে
ছন্দছারা নাগীন নাচে,
রিক্ত সিক্ত ক্লান্ত সে যে।