মাছধরা ট্রলার মালিক মহাজন মো. নজরুলের দাদনের টাকা পরিশোধে ব্যর্থ হয়েছিলেন দরিদ্র জেলে জসীম। চার মাস আগে আট হাজার টাকা দাদন নেন দরিদ্র এই জেলে। কিন্তু মৌসুমের শুরুতে মাছ ধরায় ৬৫ দিনের অবরোধ। তবু ট্রলার মালিক মহাজন সাগরে মাছ ধরতে যেতে তাড়া দেন। জলে জসীম এই অবরোধ নিষেধাজ্ঞার ভেতর সাগরে মাছ ধরতে যেতে রাজি হয় না। মহাজন দাদনের টাকা ফেরত চান। আর তা দিতে হবে এখনই। নিরুপায় জেলে জসীম পনেরো দিন সময় চান। তবু মহাজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এরপর মহাজনের নির্দেশে ট্রলার মাঝি জাকির হোসেন ৯ জুন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলে শ্রমিক মো. জসীমকে শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে ট্রলার মালিকের ছোট ভাই আল-আমিন ঘটনাস্থলে এসে জেলে জসীমকে মুক্ত করে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান। উপকূলীয় বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের হাজিরখাল এলাকার বাসিন্দা জেলে জসীমের উপর এমন ঘটনা অমানবিক দুঃখজনক। নিন্দা জানাচ্ছি মুনাফাখোর মহাজন আর ট্রলার মাঝিকে। ফেসবুক থেকে