নিউজ ডেস্ক :
পটুয়াখালীতে ঈদের শুভেচ্ছাবিনিময় করতে গিয়ে মো. রনি মুন্সি (৩২) নামে এক যুবক আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় পটুয়াখালী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা হয়েছে।
আহত রনি জানান, শনিবার তার বন্ধুদের নিয়ে কুয়াকাটা যাওয়ার সময় মৃধা মোটর পার্স ব্যবসায়ী ফকরুল মৃধার সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছাবিনিময় করতে যান রনি। এ সময় ফকরুল অতর্কিতভাবে তাকে মারধর করেন।
পরে পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধার ব্যবসাপ্ রতিষ্ঠানের ম্যানেজার আল আমিন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
এ ব্যাপারে ফকরুলের বাবা ফরিদ মৃধা জানান, তুচ্ছ ঘটনার জেরে মারধরের ঘটনা ঘটেছে। কিন্তু ঈদের শুভেচ্ছাবিনিময় নিয়ে নয়। এখানে ব্যবসায়িক বিষয়ে বাকবিতণ্ডা ছিল। তবে আমরা নিজেরা ঝামেলা মিটিয়ে নেব।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।