মে ২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে ভারতকে শচীনের ‘অন্যরকম’ পরামর্শ

বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ারই কথা ছিল না পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের। তবে শেষ পর্যন্ত তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। বাদ পড়ার জ্বালায় শুরু থেকেই ছটফট করছিলেন আমির। নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল। আর সেটা করে ফেললেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একাই নিলেন পাঁচ উইকেট। ক্যারিয়ারের সেরা বোলিং করলেন অজিদের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে এখন টিম কোহলির চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তানের এই পেসার।

তবে কীভাবে সেই চ্যালেঞ্জ সামলাতে হবে সে ব্যাপারে টিম ইন্ডিয়াকে পরামর্শ দিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তিনি বললেন, “রোহিত ও বিরাট আমাদের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। পাকিস্তানের দুই পেসার আমির ও ওয়াহাব রিয়াজ বিরাট-রোহিতকে তাড়াতাড়ি আউট করতে চাইবে। কিন্তু রোহিত ও বিরাটকে ধৈর্য ধরে খেলতে হবে। আমির ভাল পেসার। গত ম্যাচে শুরুর দিকে ও ঠিকঠাক জায়গায় বোলিং করে অ্যারন ফিঞ্চকে সমস্যায় ফেলছিল। আমি রোহিত-বিরাটকে কখনই বলব না, আমিরের বিরুদ্ধে ডট বল খেলতে! সুযোগ পেলে শট খেলতে হবে। কারণ এরকম বড় ম্যাচে শরীরী ভাষা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র উইকেটে টিকে থাকার মানসিকতা নিয়ে নামলে মুশকিল। ডিফেন্স ভাল হলে বোলার বুঝতে পারবে, ব্যাটসম্যান নিজের উপর নিয়ন্ত্রণ হারায়নি। তাই ডিফেন্স গুরুত্বপূর্ণ। নিজের সাধারণ খেলাটা খেললেই যথেষ্ট।”

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official