27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন

পুঠিয়ায় আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর থেকে আনসার আল ইসলামের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

শনিবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার সকালে র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, আটক জঙ্গিদের কাছ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২৪টি ককেটল, ১০টি জিহাদি বই, ৮টি জিহাদি নোটবই জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- ভরুয়াপাড়া গ্রামের আনসার আলীর স্ত্রী আফরোজা বেগম (৫৫), তার ছেলে আনিসুর রহমান ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের আজিজুল আলমের ছেলে রুহুল আমিন (৩১) ও নিজাম উদ্দিনের ছেলে মামুন-অর-রশিদ (৩৭) এবং ক্ষুদ্রজামিরা গ্রামের সিদ্দিক তালহার ছেলে আবু তালহা (২১)।

র‌্যাবের অতিরিক্ত এসপি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে পুঠিয়ার বেলপুকুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত আনসার আল ইসলামের ৫ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪টি ককটেল, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দু’টি ম্যগিজিন, ১০টি জিহাদি বই ও ৮টি জিহাদি নোটবই উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official