২৬/০৬/২০ইং তারিখে দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকায় ‘নগরিতে আশার নিঃশব্দ নির্যাতন’ শিরোনামে একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই সংবাদটির প্রতিবাদ জানাাচ্ছি। বিষয়টি সিনিয়ার কর্মকর্তা দারা যাাচাই করে দেখেছি সংবাদটি সম্পর্ন মিথ্যা এবং ভিত্তিহীন। সংবাদে যে সকল সদস্যর তথ্য ব্যবহার করা হয়েছে তাদের কাছে লোন অফিসার মনিরা নাহার আদৌ টাকা আদায়ের জন্য বাড়ীতে যায়নি। আশা একটি স্বনামধন্য ঋনদান ও সামাজিক উন্নয়ন মুলক প্রতিষ্ঠান। বৈশ্বয়িক কারোনা মাহামরির জন্য সরকার গত ২৬.০৩.২০ থেকে সাধারন ছুটি ঘোষণা করেছেন। কিন্ত আশা-সামিাজিক বিপর্যয় বুঝতে পেরে গত ২৪.০৩.২০ তারিখ থেকে সাধারন ছুটি ঘোষণা করেছে। করোনা মাহামারিতে গ্রাম্য অর্থনীতি ভেঙ্গে পড়ায় সরকারী নির্দেশনায় (এমআরএ) নিয়মনীতি মেনে জীবন ও জীবিকার তাগিদে গ্রাম্য অর্থনীতি সচল রাখার জন্য আশা- সদস্যদের সঞ্চীত সঞ্চয় উত্তোলন ফেরত ও ঋন নিয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে। সে কারণে মাঠপার্যায়ে কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য সদস্যদের কিস্তি আদায়রে জন্য কোন রকমের চাপ সৃষ্টি করা হচ্ছে না। কিন্ত কিছু স্বার্থান্নেশী মহল উক্ত কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করছে। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
ব্রাঞ্চ ম্যানেজার
আশা, পলাশপুর ব্রাঞ্চ, বরিশাল।
