স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
পটুয়াখালী শহরের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক দিয়েছে ও ইফতারি করিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উচ্ছ্বাস এর স্বেচ্ছাসেবকরা।
ছবি: শাওন অরন্য।
উচ্ছ্বাসের এবারের অনুষ্ঠানটি ছিলো “ইদের খুশি,সিজন-৬” (ইদ পোশাকের অনাবিল আনন্দ, জীবনে আনুক বর্ণিল ছন্দ)।
ছবি: শাওন অরন্য।
গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় গণপূর্ত বিভাগের পরিদর্শন বাংলো মাঠে সুবিধাবঞ্চিত এসব শিশুদের হাতে পোশাক ও ইফতার তুলে দেন উচ্ছ্বাসের স্বেচ্ছাসেবকরা।
ছবি: শাওন অরন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, “উচ্ছ্বাস” এর কেন্দ্রীয় কমিটির (সভাপতি) প্রসেনজীৎ সাহা, (সহ-সভাপতি) আসাদুজ্জামান আসিফ, (সাধারণ সম্পাদক) মোঃ আল- আমিন, (কোষাধ্যক্ষ) ইয়াসিনুর রহমান, (সাংগঠনিক সম্পাদক) জিহাদুর রহমান বাঁধন, (প্রচার ও প্রকাশনা সম্পাদক) ইসরাত জাহান ,(ইভেন্ট অরগানাইজার) সাবিয়া সুলতানা নিতু, রেজওয়ান রাতুল সহ আরো অনেকে।
ছবি: শাওন অরন্য।
অনুষ্ঠানের সময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন, উচ্ছ্বাস সংগঠনটির বরিশাল ও পটুয়াখালী জেলার ২৫ জন স্বেচ্ছাসেবক।
ছবি: শাওন অরন্য।
উচ্ছ্বাসের সভাপতি-প্রসেনজীৎ সাহা বলেন, প্রতিবছর ইদে সবাই নতুন জামাকাপড় পরে কিন্তু সুবিধাবঞ্চিত মানুষদের নতুন পোশাক পরা সম্ভব হয়ে উঠে না, আমরা চেষ্টা করি প্রতিবছর এই সকল সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে।
ছবি: শাওন অরন্য।
আমরা শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে অনেক খুশি। মূলত ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াটাই আমাদের চাওয়া।
ছবি: শাওন অরন্য।
সকল স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার ফলস্বরূপ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়,যা শুরু হয় বিকাল ৪.০০ ঘটিকায় এবং সমাপ্ত হয় বিকাল ৫.৩০ ঘটিকায়।