31 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো “উচ্ছ্বাস” পটুয়াখালী শাখার স্বেচ্ছাসেবকরা

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

পটুয়াখালী শহরের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক দিয়েছে ও ইফতারি করিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উচ্ছ্বাস এর স্বেচ্ছাসেবকরা।

ছবি: শাওন অরন্য।

উচ্ছ্বাসের এবারের অনুষ্ঠানটি ছিলো “ইদের খুশি,সিজন-৬” (ইদ পোশাকের অনাবিল আনন্দ, জীবনে আনুক বর্ণিল ছন্দ)।

ছবি: শাওন অরন্য।

গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় গণপূর্ত বিভাগের পরিদর্শন বাংলো মাঠে সুবিধাবঞ্চিত এসব শিশুদের হাতে পোশাক ও ইফতার তুলে দেন উচ্ছ্বাসের স্বেচ্ছাসেবকরা।

ছবি: শাওন অরন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, “উচ্ছ্বাস” এর কেন্দ্রীয় কমিটির (সভাপতি) প্রসেনজীৎ সাহা, (সহ-সভাপতি) আসাদুজ্জামান আসিফ, (সাধারণ সম্পাদক) মোঃ আল- আমিন, (কোষাধ্যক্ষ) ইয়াসিনুর রহমান, (সাংগঠনিক সম্পাদক) জিহাদুর রহমান বাঁধন, (প্রচার ও প্রকাশনা সম্পাদক) ইসরাত জাহান ,(ইভেন্ট অরগানাইজার) সাবিয়া সুলতানা নিতু, রেজওয়ান রাতুল সহ আরো অনেকে।

ছবি: শাওন অরন্য।

অনুষ্ঠানের সময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন, উচ্ছ্বাস সংগঠনটির বরিশাল ও পটুয়াখালী জেলার ২৫ জন স্বেচ্ছাসেবক।

ছবি: শাওন অরন্য।

উচ্ছ্বাসের সভাপতি-প্রসেনজীৎ সাহা বলেন, প্রতিবছর ইদে সবাই নতুন জামাকাপড় পরে কিন্তু সুবিধাবঞ্চিত মানুষদের নতুন পোশাক পরা সম্ভব হয়ে উঠে না, আমরা চেষ্টা করি প্রতিবছর এই সকল সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে।

ছবি: শাওন অরন্য।

আমরা শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে অনেক খুশি। মূলত ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াটাই আমাদের চাওয়া।

ছবি: শাওন অরন্য।

সকল স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার ফলস্বরূপ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়,যা শুরু হয় বিকাল ৪.০০ ঘটিকায় এবং সমাপ্ত হয় বিকাল ৫.৩০ ঘটিকায়।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official