: প্রেমের টানে সুদূর জার্মান থেকে খুলনায় এসেছেন এ্যাসটিট ক্রিস্টিয়াল কাসুমী সিউ (৪৩)। এসেই মুসলমান হয়ে বিয়ে করলেন মহানগরীর খানজাহান আলী থানাধীন যোগিপোল ৭নং ওয়ার্ডের ইব্রাহিম মোড়লের ছেলে এমডি আসাদ মোড়লকে (৪০)। বাংলাদেশে আসার আগে তিনি তার স্বামীকে ডির্ভোস দিয়ে এসেছেন।
আজ মঙ্গলবার আসাদ জানান, দুই বছর আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জার্মানীর ক্রিস্টিয়ালের সাথে বন্ধুত্ব হয়। এক পর্যায় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ক্রিস্টিয়াল সম্পর্কটাকে বাস্তবে রূপ দিতে জার্মানী স্বামীকে ডির্ভোস দিয়ে গত ১০ জুন ঢাকায় আসে। ১১জুন খুলনায় এসে একটি হোটেলে ওঠে। সেখানে দুজনের মধ্যে প্রথম বারের মতো সরাসরি সাক্ষাত হয়। ১২জুন ক্রিস্টিয়াল খুলনা নোটারী পাবলিকের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে এবং ১৩ জুন তাদের দু’জনের কোর্ডের মাধ্যমে বিয়ে হয় । ক্রিস্টিয়ালকে বিয়ে করতে পেরে আমি খুবই খুশী।
ক্রিস্টিয়াল বলেন, আসাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক বাস্তবায়নে আমি বাংলাদেশে এসে সরাসরি তাকে দেখে বুঝে ইসলাম ধর্মগ্রহন করে বিবাহ করেছি। এখন আমি অনেক সুখী।
আসাদের বাবা ইব্রাহিম মোড়ল বলেন, ছেলে যাকে খুশি তাকে বিয়ে করবে এতে আমাদের আপত্তি নেই। তবে কখনও ভাবিনি সে অন্য দেশের কাউকে বিয়ে করবে।