স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:
গতকাল শনিবার রায়পুরা সোনালী পোলের ওপর রাত ৯ঃ৫৫ মিনিটে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে বন্দর থানা বিএমপি’র এসআই মেহেদী ও তাঁর সঙ্গীত ফোর্স।
যুবকটি বন্দর থানাধীন দুর্গাপুর, হামেদ মুন্সী বাড়ি ৯ নং ওর্য়াড, ৮ নং চাঁদপুর ইউনিয়নের জনাব আব্দুল মজিদ মুন্সি ছেলে মোঃ আসলাম ওরফে দুখু মিয়া(৪৬)। রাত ৯ঃ৫৫ মিনিটে রায়পুরা সোনালী পোলের ওপর অভিযান চালিয়েরোপন কৃত বালতিতে ৪৯ ইঞ্চি উচ্চতার একটি গাজা গাছ পাওয়া যায়।
তার বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণী ১৮(ক) ধারায় মামলা করা হয়েছে।