এলজিইডির আমতলী উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭-৯৮ অর্থবছরে সেতুটি নির্মাণ করা হয়। ইতোমধ্যে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে । সেতুটির স্লিপার ভেঙে পড়ায় আমতলী সদর ইউনিয়নের ইসলামপুর, কলংক, হলদিয়া ইউপির ছোনাউঠা, পূর্বচিলাসহ দুটি ইউপির কমপক্ষে ১০ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এ ছাড়া ছোনাউঠা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও হলদিয়া ইউপির একটি অংশের জনসাধারণের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে।
হলদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা বলেন, জরুরী ভিত্তিতে এখানে একটি গার্ডার ব্রিজ নির্মাণ করা দরকার। এলজিইডিকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে জানানো হয়েছে।
এলজিইডি আমতলী উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, গার্ডার ব্রিজ নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।