স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র হবার পর বরিশাল নগরীর অনেক উন্নতি করেছেন।আর এই উন্নতি করার জন্য তাকে দিন রাত কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

রমজানের প্রতিটি দিনে কাজ করতে হচ্ছে তাকে। এমনকি রাতেও কাজ করের তিনি।নগরীর প্রতিটি জায়গায় তিনি নিজে যান পরিদর্শনের জন্য।
গত ২৬ রমজান রাতে বরিশালের আইনজীবী সমিতির মিলনায়তনে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ্ সাজুর আয়োজনে সেহেরি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সেহেরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
আরো উপস্থিতি ছিলেন, বরিশাল-২ আসনের সাবেক এম পি তালুকদার মোহাম্মদ ইউনুস। এছাড়াও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির অন্য সদস্যবৃন্দ।

এসময়, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এই সেহেরি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান।