বানারীপাড়ার সীমান্তবর্তী উজিরপুরের গুঠিয়া মডেল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার আসামীদের হুমকিতে ওই পরিবারটি আতঙ্কিত জীূবনযাপন করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ মে নারারয়নপুর গ্রামের মিন্টু খান তার বাড়ির উঠানে ধানের চিটা উড়াতে গেলে এনিয়ে তার মেজ ভাই আ. হক খানের পরিবার এতে বাধা দেয়।
এ নিয়ে দু’পরিবারে ঝগড়ার সূত্রপাত হয়। ওই ঘটনার দু’দিন পরে ১৫ মে আ. হক খান, তার প্রবাসী ছেলে কাওসার খান, মিঠু খান, ছোট ভাই হেমায়েত উদ্দিন খান ও ভাতিজা হিমেল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মিন্টু খান, তার স্ত্রী বকুল বেগম, ছেলে সরোয়ার স্বাধীন ও মেয়ে নিপা খানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
স্বজনরা তাদেরকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত নিপা খান বাদী হয়ে ৬ জনকে সুনির্দিষ্ট ও ৭/৮ জনকে অজ্ঞাত নামা আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
কাওসার খান বাদে বাকী আসামীরা আদালত থেকে জামিন নিয়ে বাদীর পরিবারকে মামলা তুলে নিতে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে তাদের অভিযোগ। নিরাপত্তাহীন আতঙ্কিত ওই পরিবারটি এ ব্যপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।