28 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

বরিশালে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১

অনলাইন ডেস্ক ::

বরিশালের হিজলায় এক গৃহবধূকে (২৫) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার (৭ জুন) রাতে একজনকে আটক করেছে থানা পুলিশ। নির্যাতিতা গৃহবধূর বাড়ি মেহেন্দিগঞ্জের ধুলিয়া মধ্য চর গ্রামে।

শুক্রবার (৭ জুন) বিকেলে বরগুনা জেলার আমতলী উপজেলার ছোটবগি গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক জাকির হোসেন গোলন্দাজের সঙ্গে হিজলার সাহাবুদ্দিন চৌধুরী পাড়ায় ঘুরতে যান তিনি। এসময় স্থানীয় একদল বখাটে তাদের পিছু নেয় ও জাকিরকে মারধর করে। পরে গৃহবধূকে ওই এলাকার একটি বাগানে ভেতর নিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে থানার পরিদর্শক (তদন্ত) মঈনুদ্দিন আহমেদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতা গৃহবধূ ও সঙ্গে থাকা যুবককে উদ্ধার করে। পাশাপাশি, ঘটনায় জড়িত সন্দেহে মামুন নামে এক কিশোরকে আটক করা হয়।

ওসি বলেন, গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ৪-৫ জন মিলে তাকে জোর করে ধর্ষণ করেছে। আটক মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ না থাকলেও, সহযোগিতার অভিযোগ রয়েছে। তার মাধ্যমে পলাতক ধর্ষকদের নাম-পরিচয় জানা যাবে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জাকিরের সম্পৃক্ততা আছে কি-না সে বিষয়েও জানার চেষ্টা করছি। ধর্ষণের অভিযোগে গৃহবধূ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শনিবার (৮ জুন) সকালে শারীরিক পরীক্ষার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official