বরিশালের এক যুবককে মারধর করে টাকা ও মোবাইল নিয়ে যাওয়ার এক ঘণ্টার মাথায় তা উদ্ধার করল গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেই সাথে ৩ ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে বুধবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করে।
এর আগে রাত ৮টার দিকে শহরের রাজা বাহাদুর সড়ক এলাকায় আকাশ দেবনাথ (২২) নামে এক যুবককে মারধর করে সাথে থাকা ৫ হাজার ৩৪৯ টাকা ও একটি মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা।
ছিনতাইয়ের শিকার আকাশ বরিশাল শহরের ভাটিখানা ষোলবাড়ি এলাকার কালা চান দেবনাথের ছেলে। তিনি হিমালয় নামে একটি কসমেটিকস ডিলারের ডেলিভারি ম্যান।
এই যুবক জানিয়েছে- কাজ শেষে রাতে বাইসাইকেল নিয়ে সদর রোড থেকে চাঁদমারী যাওয়ার পথে রাজা বাহাদুর রোডে তিন যুবক তার গতিরোধ করে। একপর্যায়ে তারা সাইকেল থেকে তাকে নামিয়ে একটি বাসার গেটে ভেতরে ঢুকিয়ে মারধর করে নগদ টাকা ও নিজের ব্যবহৃত মুঠোফোনটি নিয়ে যায়।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ জানায়- ছিনতাইয়ের খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সাথে সাথে অভিযান শুরু করেন। ঘণ্টা খানেকের মাথায় শহরের কেডিসিসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত হৃদয়, মঞ্জু মৃধা ও আছিবকে গ্রেপ্তার করে। সেই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া সমুদয় টাকা ও আকাশের মোবাইল ফোনটি।
এসআই দেলোয়ার হোসেন বরিশালটাইমসকে জানান- এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।’