ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে আট ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ জুন) দুপুরে নগরের নবগ্রাম রোড, সোনামিয়ার পুল, যুবক হাউজিং এবং বটতলা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ এ অভিযান পরিচালনা করেন। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় ইলেক্ট্রনিক্স, মুদি মনোহরি, ওয়ার্কশপ ও ভ্যারাইটিজ স্টোরসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
